আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার, ০৫ টি চোরাই মোটরসাইকেল, ০২ টি মাষ্টার চাবি, মোটরসাইকেল প্রেরনের কুরিয়ার চালান কপি জব্দ।
গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ
সম্মানিত পুলিশ সুপার যশোর মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার, ক’ সার্কেলগণের সার্বিক তত্ত্বাবধানে ওসি ডিবি, যশোর জনাব রুপন কুমার সরকার পিপিএম এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার মামলা নং- ৫৮(০৯)২১, ধারা-৩৭৯ পেনাল কোড মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন, এসআই শাহীনূর রহমান, এএসআই আজহারুল ইসলামদের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতোয়ালি মডেল থানা এলাকায় এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের মোট ০৪ সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে মোট ০৫ টা চোরাই মোটরসাইকেল, ০২ টা মাষ্টার চাবী, চোরাই মোটরসাইকেল প্রেরনের কুরিয়ার কপিসহ বিভিন্ন আলামত জব্দ করতে সক্ষম হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার মামলা নং- ৬৩, তাং- ১৪/০৯/২১ খ্রিঃ, ধারা- ৩৭৯/৪১১/৪১৩/৩৪ পেনাল কোড রুজু হয়েছে। এ ঘটনায় চোর চক্রের নিকট হতে ঝিনাইদহ সদর থানার মামলা নং-৩২(০৯)২১, ধারা-৩৭৯ পেনাল কোড মামলার আলামত উদ্ধার, যশোরের বাঘারপাড়া থানার নিয়মিত মামলায় আলামত উদ্ধার, চুয়াডাঙ্গা সদর থানার নিয়মিত মামলায় আলামত উদ্ধারসহ আসামী গ্রেফতার হলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামীরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলাসহ আশপাশ জেলা সমূহে মোটরসাইকেল চুরি করিয়া দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি ক্রয় বিক্রয় করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী (১) আলামিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ২টা অস্ত্র, ২টা হত্যা, ১টা মাদক, ০৯টা মোটরসাইকেল চুরি মামলাসহ ১৪টা মামলা ও ওয়ারেন্ট মূলতবী রয়েছে, (২) সাদ্দামের বিরুদ্ধে ১টা অস্ত্র, ১টা মাদক, ৩টা মোটরসাইকেল চুরি মামলাসহ ০৫টা মামলা রয়েছে, (৩) খাইরুল ইসলাম সবুজের বিরুদ্ধে ১টা ডাকাতি মামলাসহ ৩টা মামলা রয়েছে, (৪) সোহানুর রহমান তমালের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ০৫টা মোটরসাইকেল চুরি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
(১) আল আমিন @ আলামিন @ আলমগীর (৪০), পিতা- মজিদ সরদার @ মজিদ গাজী, সাং- চিংড়ীখালী, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা, বর্তমান ঠিকানাঃ সাং- বিরামপুর (শাহজাহানের বাড়ীর ভাড়াটিয়া), থানা- কোতোয়ালি, জেলা-
যশোর। (২) খাইরুল ইসলাম কাজল @ কাজল বিশ্বাস (৫৬), পিতা- ছমির বিশ্বাস, সাং- খানপুর (কৃষ্ণপুর), থানা- বাঘারপাড়া, জেলা-যশোর। (৩) সোহানুর রহমান তমাল @ মামুন (২৮), পিতামৃত- মনির হোসেন, সাং- কাউন্সিলপাড়া, (৪) সাদ্দাম হোসেন (২৮), পিতা- শওকত আলী @ শকো, সাং- রাজাপুর মল্লিকপাড়া, উভয়থানা ও জেলা- চুয়াডাঙ্গা।
উদ্ধারকৃত আলামতঃ
(১) ০৫ টি চোরাই মোটরোসাইকেল।
(২) ০২ টি মাষ্টার চাবি।
(৩) চোরাই মোটরসাইকেল বিক্রয়ের কুরিয়ার রশিদ- ০১ টি।
(৪) মোবাইল সেট।