আজ - বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ১২:৩৪

যশোর সদর উপজেলা উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরিদ চৌধুরীর জয়।

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। আগামী ৭ অক্টোবর এই নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিলো।

আজ রবিবার শেষ দিনে লাঙ্গল প্রতীকের প্রার্থী নূরুল আমিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে এই পরিস্থিতি সৃষ্টি হয়। এরে আগে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে দাখিল করা তালিকায় ত্রুটি থাকায় আব্দুর রহমান কাকন মৃধার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

নির্বাচন অফিস সূত্র জানা যায়, গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার হুমায়ন কবীর দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই বাছাই সম্পন্ন করেন। তিন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও লাঙ্গল প্রতীকের প্রার্থী নূরুল আমিনের মনোনয়নপত্র বৈধ হয়। কিন্তু রবিবার নূরুল আমিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

এর আগে সদর উপজেলার এ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন ৩২ জন। এর মধ্যে যশোরের রাজপথের লড়াকু সৈনিক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে বেছে নেন সভায় উপস্থিত থাকা নেতৃবৃন্দগণ।

আরো সংবাদ