নিজেস্ব সংবাদদাতা ।। বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবসয় এদেশের সাধারণ মানুষের কল্যানের কথা ভাবেন। শেখ হাসিনা যেদিন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ নিয়েছিলেন, সেদিনই বলেছিলেন “প্রধানমন্ত্রিত্ব আমার কাছে আর কিছু না, কেবল কাজের সুযোগ, কাজের ক্ষমতাটার প্রাপ্তি।’ তিনি বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা,মাতৃত্বকাল ভাতা, হিজড়াদের বিশেষ ভাতা, ভিক্ষুক ভাতা প্রদানের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করেছেন। যার ঘর নেই তাকে ঘর দিয়ে যার জমি নেই তাকে জমি দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন বিশ্বনেত্রি।
আজ মজ্ঞলবার সকালে যশোর সদর উপজেলার আরবপুরে একটি ফ্লাট সলিং রাস্তা নির্মান পরবর্তী উদ্বোধনকালে এসব কথা বলেন, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো: শাহারুল ইসলাম।
তিনি আরও বলেন, আধুনিক দেশ গড়তে আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন ও সেবা আরবপুর ইউনিয়নের জনগণের দোর গোড়ায় পর্যন্ত পৌছে দেয়া হবে। এ এলাকার বাসিন্দাদের সামান্য বৃষ্টিতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে কষ্ট হতো। এই রাস্তাটি সলিং হওয়াতে অত্র অঞ্চলের মানুষের বর্ষা মৌসুমে আর দুর্ভোগ পোহাতে হবে না। তিনি বলেন, ইউনিয়নের প্রায় সকল গলিপথে কাঁচা রাস্তায় ফ্লাট সলিংয়ের কাজ হয়েছে। অনেক রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। আমি এক এক করে আরবপুর ইউনিয়ন নিয়ে আমার লালিত সকল স্বপ্ন পূরণ করতে চেষ্টা করেছি। আগামীতে আবারো নৌকার প্রার্থী হিসেবে মনোনিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।