আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৯:০৪

৮ দিন পর ফের করোনায় মৃত্যুশূন্য খুলনা

গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর চার হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে ১৪ সেপ্টেম্বর জেলার করোনা হাসপাতালগুলো মৃত্যুশূন্য ছিল। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন। যার মধ্যে রেডজোনে আটজন, ইয়ালোজোনে ২৯ জন, আইসিইউতে ছয়জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে শুধু ১০ শয্যার আইসিইউতে করোনা রোগী ভর্তি করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সকাল পর্যন্ত সেখানে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুইজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। আইসিইউতে ভর্তি রয়েছেন দুজন। 

বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত