আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:৩৪

যশোরে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষ, নব দম্পতি আহত

যশোরের মণিরামপুরে প্রাইভেটকার ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মণিরামপুর-নেহালপুর সড়কের সাতনল এলাকায় ঘটনাটি ঘটে। সংঘর্ষে প্রাইভেটকার ও পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ সময় প্রাইভেটকারে থাকা নব দম্পতি আহত হয়েছন। আহতরা হলেন- ইয়াসমিন খাতুন ও মুহিব্বুল্লা। আহতদের মধ্যে ইয়াসমিন খাতুনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনদের বরাত দিয়ে মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আকতার হোসেন বলেন, সকালে উপজেলার খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে সিলেমপুরে নিজ গ্রামে ফিরছিলেন মুহিব্বুল্লা। সেখানে তাদের করোনার টিকা নেয়ার কথা ছিলো। স্ত্রীকে পাশে বসিয়ে নিজে প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে সালতল এলাকায় একটি গরুবাহী পিকআপের সাথে তাদের প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ হয়।

আকতার হোসেন বলেন, আহতদের একজন ইয়াসমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্বাভাবিক আছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত