আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:০২

হংকংয়ে যুগান্তকারী সফরে চীনের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট:  চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুগান্তকারী এক সফরে বৃহস্পতিবার হংকং পৌঁছেছেন। চীনের কাছে হংকংকে পুনরায় ব্রিটেনের হস্তান্তরের ২০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ সফর করছেন। এদিকে প্রতিবাদ বিক্ষোভের কারণে রাজনৈতিকভাবে বিভক্ত নগরীটির প্রথম সারির গণতন্ত্রপন্ত্রী কর্মীদের ইতোমধ্যে জেলে আটক রাখা হয়েছে।২০১৩ সালে চীনের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটাই হংকংয়ে শি’র প্রথম সফর। যখন আধা স্বায়ত্তশাসিত হংকংয়ের স্বাধীনতার ওপর বেইজিংয়ের হস্তক্ষেপের আশঙ্কা দিন দিন বেড়েই যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই শি তিন দিনের সফরে হংকং এলেন। স্ত্রী ও গায়িকা পেং লিউয়ানের সঙ্গে এয়ার চায়নার একটি বিমানযোগে শি নগরীর প্রধান চেক ল্যাপ কোক বিমানবন্দরে পৌঁছেন। এ সময়ে বিমানবন্দরে শিশুরা পতাকা নেড়ে ও ব্যানার হাতে তাদের অভ্যর্থনা ও স্বাগত জানায়।এদিকে বৃহস্পতিবার সকালে প্রতিবাদ বিক্ষোভের কারণে ২০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে। তাদের সমর্থকরা থানার সামনে জড়ো হয়েছে।উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে হংকংয়ের তরুণদের মধ্যে বেইজিংয়ের প্রতি বিদ্বেষ বেড়ে গেছে।

 

 

আরো সংবাদ