গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্তের হার ২৭.৭৪ শতাংশ। যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় অর্থাৎ করোনা আক্রান্ত একজন এবং ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় দুইজন, মোট তিনজন মারা গেছেন।
যশোর জেনারেল হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানিয়েছেন, জেনারেল হাসপাতালের রেড জোনে ২২ ও ইয়েলো জোনে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন।