আজ - মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:২১

ইউক্রেন থেকে এক বাংলাদেশীকে উদ্ধার করেছে ভারত

যুদ্ধ বিধ্বস্ত  ইউক্রেন  থেকে  এক বাংলাদেশীকে  উদ্ধার করেছে  ভারত।
ভারত তার ‘অপারেশন গঙ্গা’ নামে চলমান উদ্ধার অভিযানের অধীনে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে ওই বাংলাদেশীকে উদ্ধার করে।
আজ সন্ধ্যায় এখানে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ‘ইউক্রেন থেকে ভারতীয়দের বের করে আনার জন্য ভারতের চলমান মিশনের অংশ হিসেবে একজন বাংলাদেশীকে উদ্ধার করা হয়েছে।’
উদ্ধার করা বাংলাদেশী একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে।  তবে  তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির  পরিচয়  নিশ্চিত হওয়া যায়নি। ভারত কর্তৃক  প্রতিবেশী কোন দেশের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করার এটাই প্রথম ঘটনা।
এক সাংবাদিকের  প্রশ্নের জবাবে তিনি বলেন, নেপালী  এক নাগরিককেও  উদ্ধারে  ভারতকে অনুরোধ করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদেরও সরিয়ে  নিতে  নির্দেশ দিয়েছেন।
ভারত ইউক্রেন থেকে ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে সবচেয়ে  বড় উদ্ধার  অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইটে ১০,৩০০ জনেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে  আনা হয়েছে।

আরো সংবাদ