আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:১৩

নড়াইলে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

জেলায় মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। আজ  সোমবার নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণীতে জানাগেছে, ২০১৫ সালের ২৮ জুন যশোর জেলার বাঘারপাড়া উপজেলা এলাকার মহিদুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল হোসেন, শহিদুল ইসলাম মোল্যার ছেলে সাব্বির হোসেন মোল্যা ও রুহুল মোল্যার ছেলে সুমন হোসেন মোল্যা নড়াইল পৌরসভার মুলিয়ারোড পিয়ারী বটতলা মোড় এলাকায় ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক হন এবংএ  ঘটনায় পুলিশ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
রায়ের সময় আসামী ফয়সাল হোসেন ও সুমন হোসেন মোল্যা আদালতে উপস্থিত ছিলেন, আসামসী সাব্বির হোসেন মোল্যা পলাতক রয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->