আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:৫১

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আটক -০৩, ভেজাল খাদ্য, পানীয়, ভেজাল ক্যামিকেল ও যন্ত্রপাতি উদ্ধার

বুধবার ৩০ মার্চ যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর দিক-নির্দেশনায় ডিবি ওসি জনাব রুপন কুমার সরকার এঁর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ শহিদুল ইসলাম, এসআই সোলায়মান আক্কাস, এসআই আরিফুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কেশবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৩০/০৩/২২ খ্রিঃ ২১:০৫ ঘটিকায় কেশবপুর থানাধীন সাবদিয়া উপজেলা অফিসপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উত্তর পার্শ্বে জনৈক রাজিবুল ইসলামের চারতলা বিল্ডিং এর নিচতলায় কতিপয় অসাধু ব্যবসায়ী নিজস্ব উপায়ে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতসহ মজুদ করাকালীন সময়ে খাদিজা খাতুন, @ নাইস (৩২), ( আনন্দ দাস (৩০),( রুহুল আমিন (৩২) কে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে ভেজাল খাদ্যদ্রব্য গ্লুকোজ, সফট ড্রিংকস পাউডার, ভেজাল ট্যাংক, ম্যাঙ্গো জুস, ভেজাল খাদ্য তৈরির উপকরণ ও যন্ত্রপাতি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান ২৪,৫০,১৬০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানানা জাল খাদ্য ও পানীয় উৎপাদন করে যশোর জেলাসহ সারা বাংলাদেশে বিক্রি করতেন।
আসমীদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল গুলো হলো ভেজাল তানজীম সফট ড্রিংকস পাউডার ৫৫ কার্টুন, ভেজাল ম্যাঙ্গো সফট ড্রিংকস্ ২০ কার্টুন, ভেজাল তানজীম ম্যাঙ্গো ড্রিংকস্ পাউডার ৪ কার্টুন, ভেজাল সফট ড্রিংকস্ পাউডার ১০ বস্তা, ষ্টীলের তৈরি পুরাতন ওভেন ০২ টি, সিলিং মেশিন ০১ টি, মিকচার মেশিন ০১ টি, ওজন পরিমাপক যন্ত্র ০১ টি ও চিনি ০২ বস্তা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত