আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:৩৫

দুই ভাইকে কুপিয়ে হত্যা: আটক ৪

যশোরের চৌগাছা উপজেলায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকালে উপজেলার টেঙ্গুরপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো—বিপুল খান (৪০), তার ভাই মুকুল খান (৩৫), বিপুলের স্ত্রী বিলকিস বেগম (৩৫) এবং মা রিজিয়া বেগম (৭০)।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও নিহতদের ছোট ভাই শের আলী জানান, আফজাল খানের ছেলে বিল্লাল, বিপুল ও মুকুল টেঙ্গুরপুর গ্রামের আইয়ুব আলী খান (৬০) ও ইউনুস আলী খান (৫৫) খানদের কাঠগোলা ও ক্ষেতে কাজ করতেন। বিপুল কাজে যেতে না চাওয়ায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে মুকুলের চায়ের দোকানে (পাশেই তাদের তিন ভাইয়ের ঝুপড়ি ঘর) যান আইয়ুব। সেখানে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আইয়ুবকে ঘুষি মারেন বিপুল।

এরপর তিনি বাড়ি ফিরে বিষয়টি জানালে তার ভাই ইউনুস ও ছেলে আসাদুজ্জামান মুকুলের চায়ের দোকানে চান। সেখানে বাগবিতণ্ডার এক পর্যায়ে মুকুল, বিপুল, বিলকিস, আফজাল ও রিজিয়া বেগম আইয়ুবদের তিন জনকে চাপাতি ও হাসুয়া দিয়ে উপর্যুপরি কোপায়। এতে ইউনুস খানের দুটি হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহতাবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকা আইয়ুব ও আসাদুজ্জামানকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব মারা যান। আসাদুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, সকালে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। তাদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র চাপাতি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত