আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:১০

যশোরে ১৩ হাজার ৫শ’ কৃষক বীজ ও সার পাচ্ছেন

জেলার ৮টি উপজেলায় আউশ ধান চাষে প্রণোদনা হিসেবে বীজ ও সার পাচ্ছেন ১৩ হাজার ৫শ’ কৃষক।
প্রণোদনা হিসেবে তাদের  দেয়া হচ্ছে ১ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৮শ’ টাকার বীজ ও সার।
জানাগেছে,ইতোমধ্যে এই প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কৃষককে  দেয়া হচ্ছে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, আউশ মওসুমকে সামনে  রেখে কৃষি বিভাগ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রণোদনা দেয়া শুরু করেছে।  জেলার সদর উপজেলায় ১ হাজার ৮শ’ ২০কৃষককে, শার্শা উপজেলায় ১হাজার ৯শ’ কৃষককে, ঝিকরগাছা উপজেলায় ১হাজার ৭শ’ ৮০ কৃষককে,  চৌগাছা উপজেলায় ১হাজার ৭শ’ কৃষককে, অভয়নগর উপজেলায় ১ হাজার ২শ’ কৃষককে, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৩শ’ কৃষককে, মণিরামপুর উপজেলায় ২ হাজার ৬শ’ কৃষককে এবং  কেশবপুর উপজেলায় ১ হাজার ২শ’ কৃষককে এ  প্রণোদনা  দেয়া হচ্ছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা  শেখ সাজ্জাদ  হোসেন জানান, প্রণোদনা  পেয়ে কৃষক আউশ আবাদে আগ্রহী হবেন। যারা নিয়মিত আউশের আবাদ করেন তাদেরকেই প্রণোদনার বীজ ও সার  দেয়া হয়েছে।
প্রণোদনা হিসেবে ব্রি-ধান-৪৮ জাতের বীজ  দেয়া হয়েছে। প্রণোদনা হিসেবে দেয়া ৫ কেজি বীজ দিয়ে এক বিঘা জমিতে  রোপণ করা যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত