আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ২:৫১

ঈদে যশোরে ১ লাখ ৮৫ হাজার দুস্থ পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলায় অতি দরিদ্র,অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেবে সরকার।
ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি কার্ডে একজন ব্যক্তি পাবেন ১০ কেজি করে চাল। জেলা ৮ উপজেলা, ৮ পৌরসভায় ১ লাখ ৮৫ হাজার ২৫২ কার্ডে ১ হাজার ৮৯৬ টন বিতরণ করা হবে বলে জানায় জেলা প্রশাসকরে কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ১ লাখ ৮৫ হাজার ২৫২ কার্ডের মধ্যে আট উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৪৪৫ কার্ডে ১ হাজার ৫৪ টন চাল বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩১ হাজার ২৬৪ কার্ডে বিতরণ করা হবে ৩১২ দশমিক ৬৪০ টন চাল, অভয়নগর ৯ হাজার ৬৪ কার্ডে বিতরণ করা হবে ৯০ দশমিক ৬৪০ টন চাল, বাঘারপাড়ায় ১৬৫ হাজার ৩২৯ কার্ডে বিতরণ করা হবে ১৬৩ দশমিক ২৯০ টন চাল, চৌগাছায় ১২ হাজার ৪৩৯ কার্ডে বিতরণ করা হবে ১২৪ দশমিক ৩৯০ টন চাল, ঝিকরগাছা উপজেলায় ১৫ হাজার ১৯৩ কার্ডে বিতরণ করা হবে ১৫২ দশমিক ৯৩০ টন চাল, কেশবপুর উপজেলায় ১৬ হাজার ৯১৬ কার্ডে বিতরণ করা হবে ১৬৯ দশমিক ১৬০ টন চাল, মণিরামপুরে ২৯ হাজার ৬৮৮ কার্ডে বিতরণ করা হবে ২৯৬ দশমিক ৮৮০ টন চাল, শার্শা উপজেলায় ২৩ হাজার ৫৫২ কার্ডে বিতরণ করা হবে ২৩৫ দশমিক ৫২০ টন চাল।
এদিকে ৩০ হাজার ৮০৭ কার্ডের মধ্যে যশোর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২১ টন চাল, নওয়াপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২১ টন চাল, কেশবপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২১ টন চাল, বেনাপোল পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২১ টন চাল, মণিরামপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২১ টন চাল, ঝিকরগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ কার্ডে বিতরণ করা হবে ৩০ দশমিক ৮১০ টন চাল, চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ কার্ডে বিতরণ করা হবে ৩০ দশমিক ৮১০ টন চাল, বাঘারপাড়া পৌরসভায় ১ হাজার ৫৪০ কার্ডে বিতরণ করা হবে ১৫ দশমিক ৪০০ টন চাল।
ভিজিএফ কার্ডের মাধ্যমে পৌরসভায় ও উপজেলায় অতিদরিদ্র পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে সম্প্রতি বন্যাক্রান্ত ও দুর্যোগ ক্ষতিগ্রস্তরা অগ্রাধিকার পাবে। স্মারকপত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই কার্ডের তালিকা এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে কোন অবস্থাতেই একই পরিবারে একাধিক ব্যক্তি কার্ড না পায়।
আগামী ২৮ এপ্রিলের মধ্যে চাল উত্তোলন করে বিতরণ করতে হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার  চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত