আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:২৮

নওয়াপাড়া থেকে র‌্যাব সেজে ছিনতাই হওয়া একটি ইজিবাইক উদ্ধার

অভয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসম্বর নওয়াপাড়া বেতার এলাকা থেকে র‌্যাব সেজে একটি ইজিবাইক ছিনতাই হয়। ওই ইজিবাইকের মালিক অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামের আলাউদ্দিন হোসেন। যাত্রী বেশে র‌্যাব পরিচয় দিয়ে তিন জন মিলে ওই ইজিবাইক ছিনতাই করে।

এ ঘটনায় আলাউদ্দিন থানায় একটি মামলা করে। ওই মামলায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নাজমুল হাওলাদার (২৫) গ্রেফতার হয়।

তার দেওয়া তথ্য মতে, শুক্রবার (২০ মে) মাদরিপুর লঞ্চঘাট থেকে সজীব শিকদার (২২) কে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ছিনতাই হওয়া ওই ইজিবাইক উদ্ধার করে অভয়নগর থানায় আনা হয়। সজীব শিকদার মাদারিপুর সদর উপজেলার সবুজবাগ এলাকার শরিফুল শিকদারের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক আকরাম হোসেন জানান, র‌্যাব-পুলিশের যৌথ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইক সহ আসামি গ্রেফতার করা হয়েছে। মামলায় আরও যারা আছেন তাদেরকে গ্রফতারের চেষ্টো চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত