আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:০০

বেনাপোলে সাপের ছোবলে শিশুর মৃত্যু

বেনাপোল সীমান্তে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে জীবন (১২) নামে এক স্কুল ছাত্র সাপের কামড়ে মারা গেছে।
রবিবার (২৬ জুন) দুপুর ১ টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরের পিছনে খেলা করার সময় এ ঘটনা ঘটে। জীবন ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে ও রঘুনাথপুর প্রাথমিক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।
জীবনের পিতা জানান, ছেলে স্কুল থেকে এসে আমার গরুর গোয়াল ঘরের পিছনে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জীবনের মৃত্যু নিশ্চিত করে জানান, সাপে তার পায়ে কামড় দেওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান এখানে নিয়ে আসার আগেই বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। ছেলেটি খুব ভালো ছিলো। সে ক্লাস ফাইভে পড়তো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত