আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১০:৫৫

জমে উঠেছে যশোর জেলা শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন

শেষ মূহুর্তে জমে উঠেছে যশোর জেলা শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন।ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনে  আটটি পদের বিপরীতে লাল-সবুজ ও রঙধনু নামে দুটি পরিষদ থেকে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো: হায়দার আলী জানান, এবারের আটটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সহ-সভাপতি পদে দু’জন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সম্পাদক পদে দু’জন এবং কার্যকরী সদস্য পদে ৩ জন ভোটে নির্বাচিত হবেন। এছাড়া শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) ৪ এবং জেলা প্রশাসক একজনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনয়ন দেবেন। জেলা প্রশাসক পদাধিকার বলে হবেন পরিচালনা পরিষদের সভাপতি এবং জেলা কালচারাল অফিসার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
ভোটের রির্টানিং অফিসার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন জানান,এবারের নির্বাচনে লাল-সবুজ পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সভাপতি পদে আহমেদ সাইদ বুলবুল ও সাজ্জাদুর রহমান খান বিপ্লব,সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যুগ্ন-সম্পাদক পদে অনুপম দাস ও চঞ্চল কুমার সরকার, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস,ডা: মো: আতিকুজ্জামান রনি ও শহিদুল হক বাদল। রঙধনু পরিষদ থেকে সহ-সভাপতি পদে মো: জাহাঙ্গীর আলম ও আসাদ আসাদুজ্জামান,সাধারণ সম্পাদক পদে রওশন আরা রাসু, যুগ্ন সম্পাদক পদে মো: আনিসুজ্জামান পিন্টু ও মো: নাসির উদ্দিন মিঠু, কার্যকরী সদস্য পদে সাজ্জাদ গনি খান রিমন,প্রদীপ চক্রবর্তী রানা ও মো: ফয়সাল খান।
সূত্রে জানা গেছে, জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে এবারে  ১৮৯ জন আজীবন সদস্যসহ মোট ৯৭৫ জন সদস্য ভোটার রয়েছেন।সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল পরিচালনা পরিষদের নির্বাচন।মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ২০  ফেব্রুয়ারি পূর্বের কমিটি বিলুপ্ত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু জানান, নির্বাচনকে সামনে রেখে সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত