আজ - মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৪৫

ঝিনাইদহে বাবা নিহত ছেলের লাঠির আঘাতে

ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমিন নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা মান্নান (৬৫) মারা যান।

মৃত মান্নান উপজেলার ওই গ্রামের মৃত আবদেল মণ্ডলের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে মফিজুল পলাতক রয়েছেন।

স্বজনরা বলছে, বাবার জমি নিয়ে মফিজুল ও অন্য ভাইদের মধ্যে দুপুরে বাগবিতণ্ডা শুরু হয়। বিষয়টি পরে সমাধান করা হবে বলে বাবা মান্নান তাদের থামতে বলেন। এতে উত্তেজিত হয়ে মফিজুলের কাছে থাকা লাঠি দিয়ে বাবাকে পেটাতে থাকলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত ছেলে মফিজুলকে আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত