আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:১৬

সাবেক এমপি আলী রেজা রাজুর আজ ৬ষ্ট মৃত্যুবার্ষিকী

যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিক আলী রেজা রাজুর আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী । ২০১৬ সালের এই দিনে (১৫ জুলাই ) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ উপলক্ষে পারিবারিক ও যশোর সদর ও পৌর আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এদিন সকালে শহরের ঘোপ সেন্ট্রালরোডস্থ কবরস্থানে তাঁর কবরে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং বিকেলে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বাদজুমা শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ জামে মসজিদে দোয়া মাহফিল ও আলী রেজা রাজুর নিজ গ্রাম সদরের কাশিমপুরে গণভোজ ও এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে। উল্লেখ্য আলী রেজা রাজু মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি ষাটের দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যশোর জেলা বিএনপির সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং সে বছর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন। তিনি ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত