আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩০

যশোরে ছুরিকাঘাতে যুবক জখম

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অপূর্ব সরকার খুলনা জেলায় সোনাডাঙ্গা বয়রা এলাকার অশোক সরকারের ছেলে। বর্তমান তিনি কুষ্টিয়া সাওমি মোবাইল ফোন কোম্পানিতে চাকুরি করেন।

আহত অপূর্ব সরকার জানান, মঙ্গলবার রাত ১০ টায় তিনি খুলানা থেকে বাসে করে যশোর শংকরপুর বাস টার্মিনালে নামেন। এরপর সেখান থেকে রিকশা যোগে মণিহার যাচ্ছিলেন।

শংকরপুর মুরগী ফার্মের সামনে পৌঁছালে ৪/৫জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এরপর ছিনতাইকারীরা তার বাম পায়ে ছুরিকাঘাত করে কাছে থাকা চার হাজার টাকা নিয়ে সটকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->