আজ - বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৪৯

বেনাপোল সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে অজ্ঞাত (৩৫) পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রঘুনাথপুর সীমান্তের আনুমানিক ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এড়ে খাল মোড় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে গ্রামবাসী মাঠে কাজ করতে গিয়ে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি শনাক্ত করতে পারেনি।

এসময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, বিজিবির এডি সাজ্জাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে স্থানীয় কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি ও তার মৃত্যুর কারণ জানাতে পারেনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত