আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪৪

পালবাড়ি মোড়ে ট্রাক চাপায় চায়ের দোকানী নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় মিলন নামে এক চায়ের দোকানী নিহত হয়েছেন। নিহত মিলন শহরের কাজীপাড়া এলাকার আকরাম শেখের ছেলে। রোববার (৮ অক্টোবর) মধ্যরাতে শহরের পালবাড়ি মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতের স্বজনেরা জানায়,  শনিবার রাতে মিলন আরবপুরের দিঘির পাড়ে তার নিজস্ব চায়ের দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যশোর পালবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় মিলন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল প্রেরণ করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত