এবার বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুকের মুল প্রতিষ্ঠান মেটা। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে আগামী বুধবার থেকে কর্মী ছাঁটাই শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।
সংবাদ সূত্রের খবর, বিশ্বজুড়ে প্রায় ৮৭ হাজার কর্মী ছাঁটাই করতে পারে মেটা। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক লোকসানকে দায়ী করা হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৫শ বিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হয়। সামনে আরও ক্ষতির শঙ্কায় আছে প্রতিষ্ঠানটি।
ধারণা করা হচ্ছে টিকটকের মতো অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পাশাপাশি অ্যাপলসহ বিভিন্ন টেক জায়ান্টের নীতি পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানটি এই ক্ষতির মুখে পড়েছে। সাম্প্রতিক লোকসানের কারণে টুইটারের পর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটা’র।