হামলার শিকার মুয়াজ্জিন ইরফানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকে ল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে
গত ৩ নভেম্বর চৌফলদন্ডীর সিকদার পাড়ার আলী আকবরে পুত্র রবিউল আলমের বিয়ে হয়। বিয়ের পর রাতে নর্তকী এনে অশ্লীল গানের আসর বসায়। এতে এলাকার মুসল্লীসহ সাধারণ লোকজন প্রতিবাদ জানায় এবং ওই পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত হয়। অন্যদিকে স্থানীয় মসজিদের ইমাম বিয়ে পড়ায়নি। তবে একদিন পর ক্ষমা চায় আলি আকবরের পরিবার। পরে বিয়ে পড়ানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিয়েতে অশ্লীল গানের আসর আয়োজন করায় সামনে থেকে প্রতিবাদ জানিয়েছিলেন মাওলানা মোঃ ইরফান। তাই তার উপর ক্ষিপ্ত ছিলো আলী আকবরের পরিবার। তারই জের ধরে আলী আকবরের ভাই মোঃ হোসাইনের নেতৃত্বে ৭/৮ লোক মাওলানা মোঃ ইরফানের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে। অশ্লীলতার প্রতিবাদ করায় হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন এলাকার সাধারণ মানুষ। এই ঘটনায় আহতের পরিবার ও এলাকার মানুষ বিচার দাবি করেছেন।
আজ কক্সবাজার জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে এলাকাবাসী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন করেন।