আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৯:৫২

গভীর রাতে হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে রোগীর আ’ত্ম’হ’ত্যা

শেরপুর জেলা হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফিয়ে এক রোগীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

মধু চক্রবর্তী (৪৫) নেত্রকোনা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে শেরপুর শহরের গোপালবাড়ী এলাকার শ্বশুরবাড়িতে থাকতেন।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মধু চক্রবর্তী নেত্রকোনায় ধানচাল ব্যবসা করতেন। কিন্তু তিনি গত এক বছর ধরে বেকার ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। গত ১৭ নভেম্বর শ্বাসকষ্ট, বমি ও পেটব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের ৬ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। শনিবার (১৯ নভেম্বর) রাতে হাসপাতালেই স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসপাতালের ৬ তলার বারান্দা থেকে লাফ দেন তিনি। পরে শব্দ শুনে হাসপাতালের লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের আরএমও খায়রুল কবির সুমন জানান, ওই রোগী শ্বাসকষ্ট ও পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া কিছুদিন আগে তার ব্রেইন টিউমারের অপারেশন হয়েছিল। তিনি মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত ছিলেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ