আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৪:৩৬

অবৈধ এসএফবি ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর।

 

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও উলিপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উলিপুর উপজেলার তবকপুরে অবস্থিত এসএফবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা সম্পুর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধ ও পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত