আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:৪০

থানচিতে দুই নৌকা মুখামুখি সংঘর্ষের মাঝি নিহত।

 

বান্দরবান থানচিতে দুই নৌকা সংঘর্ষের ঘটনায় এক নৌকা মাঝি নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার ০৫ ফেব্রুয়ারি সকাল অনুমানিক ৯:৩০ টা সময় পদ্মমুখ এলাকায় ছোট মদক থেকে আসা ইঞ্জিন চালিত নৌকা সাথে অপর দিকে রেমাক্রি গামী ইঞ্জিন চালিত নৌকা সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে সামংগ্য ত্রিপুরা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

জানা যায়, থানচি বাজার থেকে পর্যটকদের নিয়ে রেমাক্রি উদ্দেশ্যে যাওয়া ইঞ্জিন চালিত নৌকা মাঝি মাংলো ম্রো (১৭) পিতা রেংইন ম্রো, মাতা চামরাও ম্রো, আদা পাড়া, ৪নং ওয়ার্ড, রেমাক্রি ইউনিয়ন সাথে একই ইউনিয়নের বাসিন্দা ৭নং ওয়ার্ড, খেসাপ্র পাড়া থেকে থানচি বাজারে আসা সামংগ্য ত্রিপুরা (৫০) পিতা মৃত বাসামনি ত্রিপুরা, মাতা হাখেরুং ত্রিপুরা সাথে মুখোমুখি সংঘর্ষে মাঝি সামংগ্য ত্রিপুরা (৫০) নিহত হন।
দুই নৌকা সংঘর্ষের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসার পর সামংগ্য ত্রিপুরা কে মৃত বলে ঘোষণা করা হয়।

দূর্ঘটনা কারন হিসাবে দ্রুততার সাথে চালানোকে দায়ী করা হয়েছে। এখনো পর্যন্ত নিহতের লাশ হাসপাতালে রয়েছে। কোন আইনি প্রক্রিয়া হবে কিনা তা এই মূহুর্তে জানা যায়নি।

আরো সংবাদ