প্রকাশিত : » ২৩ ফেব্রুয়ারি ২০২৩, সময়: » ১১:২৯ পূর্বাহ্ণ, পঠিত: » 169 views
মিরপুরে সাংবাদিকদের পাপন বলেন, ‘সাধারণত নতুন কোচ এলে একবার দেখা হয়। দেখাটা হয় দুই জায়গায়। হয় আমার বাসায়, না হয় হোটেলে। যেই হোটেলে তারা থাকে। এবারও তা-ই হওয়ার কথা ছিল। আমি হঠাৎ চিন্তা করলাম বিসিবিতেই দেখা করি।’
বিসিবিতে দেখা করার সুবিধার কথা জানিয়ে পাপন বলেন, ‘বিসিবিতে দেখা করলে সুবিধা হলো এখানে জালাল ভাই ছিল এবং নির্বাচকরাও ছিল। সুজন ছিল, মল্লিক ছিল। সিইও তো আছেই। আরেকটু বেশি মানুষ পাওয়া যায়। এই আজকে দেখা হলো ওর (হাথুরুসিংসে) সঙ্গে। ওর সঙ্গে প্ল্যান-স্ট্র্যাটেজি নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। কারণ ওর সঙ্গে আসলে বলাটাও কঠিন। ও যেই জায়গায় আমাদেরকে দেখে গেছে, এর মাঝে তো কিছু পরিবর্তনও হয়েছে। সবগুলা না জেনে ওকে ওর প্ল্যানগুলো জিজ্ঞাসা করা কঠিন। এটা হলো আমার ধারণা, সেই জন্য আমি আর কিছু জিজ্ঞাসা করিনি।’
নতুন কোচের অধীনে দলের প্রত্যাশা সম্পর্কে জানতে চাওয়া হলে পাপন বলেন, ‘আসলে প্রত্যাশা তো অনেক বেশি থাকে, লাভ তো হয় না। এখন পর্যন্ত যে আশা ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি। গত দুই বিশ্বকাপে হয়েছিল টি-টোয়েন্টিতে যেটাতে কি না আমরা দুর্বল। ওয়ানডেতে যেহেতু তুলনামূলক আমরা ভালো খেলি। যেহেতু ভালো খেলে আসছি, আমাদের প্রত্যাশা একটু বেশিই। তার চেয়ে বড় কথা হচ্ছে, এই উপমহাদেশে খেলা। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। যদিও আগের মতো ভয় নাই। আগে দক্ষিণ আফিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজে কন্ডিশনে খুব সংগ্রাম করতে হবে, খেলতে পারব কি না, রান হবে কি না। তার পরও যেহেতু এটা আমাদের উপমহাদেশে খেলা হবে এবং ভারতে আহামরি পার্থক্য হবে না। কিছু কিছু পার্থক্য তো থাকতেই পারে। মানে ঢাকা-চট্টগ্রামের মতো। সর্বোপরি যদি বলেন উপমহাদেশে হচ্ছে, আমাদের দেশের মতোই উইকেট সেহেতু ভালো করার সুযোগ অনেক বেশি।’
বিশ্বকাপে নিজেদের লক্ষ্যে কথা বলতে গিয়ে পাপন জানান, ‘নির্দিষ্ট করে এটা আসলে বলা মুশকিল। আমার ধারণা, আমাদের সেমিফাইনালে যাওয়া উচিত। সেমিফাইনালকে আমাদের টার্গেট করা উচিত। তারপরে পরবর্তী স্টেপ।’