আজ - শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৩৭

চাঁচড়ার সকল ইমাম-মুয়াজ্জিনকে শামীম চেয়ারম্যানের ঈদ উপহার

মহিউদ্দিন সানি।। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁচড়া ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে কয়েকজনের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান।

অনুষ্ঠানে শামীম রেজা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও চাঁচড়া ইউনিয়নের সকল ইমাম ও মুয়াজ্জিনদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
বক্তব্যে তিনি উপস্থিত সকলকে বাংলাদেশ সরকারের সব উন্নয়ন প্রচারের আহ্বান জানান এবং তার প্রয়াত পিতা অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাসের জন্য দোয়া প্রার্থনা করেন।
এসময় চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল,সাবেক ছাত্রলীগ নেতা কবিরুজ্জামান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত