আজ - বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:৪৬

যশোরে বোমা ছুরে যুবক হত্যা।

অভয়নগরে সন্ত্রাসীদের ছোড়া ককটেলে জিয়াউর রহমান(৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় ঘটেছে। স্থানীয়রা জানায়, অভয়নগর উপজেলার রানাগাতি দক্ষিণপাড়া চায়ের দোকানে ঢুকে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনাস্থলে ছুটে যান।  তিনি জানান,পুলিশ ইতিমধ্যে এলাকায় অভিযান শুরু করেছে। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে পৃর্বশক্রুতার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে।  এদিকে, খবর পেয়ে যশোরের ডিবি পুলিশ, র‌্যাব পিবিআইসহ আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শনসহ অপরাধীদের ধরতে মাঠে নেমেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত