আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:১১

যশোর আরবপুর থেকে সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার।

যশোর শহরের আরবপুর এলাকা একটি ডিম বিক্রয় কেন্দ্রের সিকিউরিটি গার্ড গোলাম মোস্তফার (৫৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ওই কেন্ত্রের কলপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি শার্শার শালকোনা গ্রামে।

ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সুপার ভাইজার রুবেল হোসেন জানিয়েছেন, গোলাম মোস্তফা তাদের কোম্পানির কর্মী ছিলেন। তিনি আরবপুর এলাকার একটি ডিম বিক্রিয় কেন্দ্রের নিয়োগপ্রাপ্ত ছিলেন। শারীরিক ভাবে তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতক ৯টা থেকেবুধবার সকাল ৯টা পর্যন্ত তার ডিউটি ছিলো।

সকাল নয়টার দিকে লোকজন ওই কেন্দ্রের সাপ্লাইয়ের পানির ট্যাপের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশ ও হাসপাতালে চিকিৎসকরা মনে করছেন পানি ব্যবহারের সময় তিনি কলপাড়ে পড়ে গিয়ে মারা গেছেন। তার মরদেহ শালাকোনা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত