আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪৫

যশোর ধর্মতলায় কুপিয়ে ৩ ব্যবসায়ীকে হত্যা চেস্টা।

যশোর শহরতলির ধর্মতলায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে একপক্ষের হামলায় অপরপক্ষের চারজন আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, লিটন গাজী (৪০), তোতা গাজী (৫৫), টিটু গাজী (৪২) ও আবিদ হাওলাদার (২৫)।
আহতরা জানান, শুক্রবার রাত আটটার দিকে তারা ধর্মতলা বাজারে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দাঁতাল বাবুর সমর্থক নাজু ওরফে পালোয়ান নাজু, বিল্লাল ওরফে বস্তা বিল্লাল, ইয়াছিনসহ অজ্ঞাত পরিচয়ের সাত-আটজন তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->