যশোর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ১ মে ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বুধবার ২২.১০ ঘটিকার সময় চৌগাছা থানাধীন কুলিয়া গামস্থ জনৈক ফজলু এর ডিপটিউবওয়েল মেশিন ঘর এর ১০০ গজ পশ্চিমে রাজাপুর টু কুলিয়াগামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী আব্দুল সিদ্দিক কে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
জব্দকৃত আলামতের মূল্য অনুমান ২,০০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।