আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:২৬

প্রার্থীতা ফেরত পেলেন চেয়ারম্যান প্রার্থী শাহারুল

বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেয়েছেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহারুল ইসলাম। সোমবার হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির ও আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। এদিন বিকেলে তিনি প্রতীক বরাদ্দ চেয়ে জেলা নির্বাচন অফিসে হাইকোর্টের আদেশ জমা দিয়েছেন। প্রার্থীতা বাতিলে জেলা রিটানিং অফিসারের আদেশের বিরুদ্ধে গত ১২ মে হাইকোর্টে আপিল করেন শাহারুল।


গত ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে শাহারুল ইসলামের মনোয়নপত্র বাতিল হয়ে যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। ১০ মে মনোনয়নপত্র বাতিলের ওই আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে জেলা রিটারিং কর্মকর্তা পূর্বের আদেশ বহাল রাখেন। এরপর রিটানিং অফিসারের আদেশের বিরুদ্ধে ১২ মে হাইকোর্টে আপিল করা হয়। আপিলের শুনানি শেষে বিচারকরা এক আদেশে তার প্রার্থীতা বহাল রাখার আদেশ দিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->