আজ - মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:৩৩

যশোরে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের।

যশোরে বিষধর সাপের কামড়ে বিপ্লব দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে অভয়নগর উপজেলার ভাটপাড়া বাজারের একটি দোকানে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। সেখান থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ব্যবসায়ী অভি দাস বলেন, বিপ্লব তার দোকানে কাজ করতেন। রাত ১০টার দিকে ক্রেতার জন্য তাকের ওপর রাখা বস্তা থেকে চাল আনতে যান। চালের বস্তায় হাত দেয়ার সাথে সাথে একটি সাপ তার বাম হাতের বুড়ো আঙ্গুলে কামড় দেয়। সেখান থেকে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে তিনি মারা যান।

অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম জানান, সাপের কামড়ে বিপ্লব দাস নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত