আজ - শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:১৬

যশোরে ট্রাকের চাকায় প্রান গেলো যুবকের।

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সজীব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে শহরের পালবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সজীব- সদর উপজেলার বৈলপুর গ্রামের জাফর হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক শান্তকে আটক করেছে পুলিশ। শান্ত ঝিনাইদহ সদরের পাগলা কানাই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল আটটার দিকে যশোর ঝিনাইদা মহাসড়কের পালবাড়ি পাল বাড়ির মোড়ে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন সজীব হোসেন। এ সময় বেনাপোলগামী ১০ চাক্কা বিশিষ্ট খালি ট্রাক যার রেজিস্ট্রেশন নাম্বার ঝিনাইদাহ মেট্রো- ট -১১ -২০২২ চলন্ত ট্রাকের নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হন সজীব। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে মর্গে রয়েছে। এ ঘটনায় ট্রাকটি থানায় হেফাজতে রয়েছে।
জরুরী বিভাগের ডাক্তার সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই সজীবের মৃত্যু হয়েছিল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত