আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৩৪

যশোরে সড়কে প্রান গেলো কলেজ ছাত্রীর।

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী সুমাইয়া আক্তার রিমি (২০) মারা গেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের চিকিৎসক রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। রিমি মনিরামপুর সরকারি কলেজে সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। উপজেলার মকমতলা খানপুর গ্রামের দিনমজুর ইলিয়াস হোসাইনের মেয়ে তিনি।

রোববার (১৭ নভেম্বর) সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত রিমিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আনা হয়। কিন্তু সেখানে আইসিইউ ফাঁকা না থাকায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->