আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৩:৩৪

যশোর মাইকপট্রিতে ছাত্র ও ব্যবসায়ী উত্তেজনা।

যশোর শহরের মাইকপট্টি এলাকায় এক দোকানের কর্মচারীর সাথে যবিপ্রবি ছাত্রদের মারপিটের ঘটনা ঘটেছে। রোববার সন্ধার পর এ ঘটনা ঘটে। গ্যাসের চুলা কেনা নিয়ে ঘটনার সূত্রপাত হলেও একপর্যায় বিষয়টি ভয়ানক পরিস্থিতি রুপ নেয়।

মাইকপট্টি সহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ যায়। এমনকি যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাদের কয়েকজনকেও লাঞ্চিত করে যবিপ্রবির ছাত্ররা। এ ঘটনায় দুইপক্ষই পাল্টা পাল্টি অভিযোগ করছেন। একপর্যায় পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রোববার রাত আটটার পর যবিপ্রবির ৫০/৬০ জন ছাত্র এসে অগ্রানী ব্যাংকের সামনে মেহেদী ইলেকট্রিকের সামনে হাজির হয়। পরবর্তিতে ছাত্ররা ওই দোকানের বিক্রেতা রুবেলের উপর হামলা চালায়। পরবর্তিতে ব্যবসায়ীরা এসে প্রতিবাদ জানায়। তারাও একট্টা হয়ে প্রতিহত করার চেষ্টা করে। তবে, ঘটনার সূত্রপাত কেন এমন প্রশ্নের উত্তরে দুইপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেন।

যবিপ্রবির ছাত্রদের অভিযোগ, ওই দোকানে সন্ধায় যবিপ্রবির ছাত্র সজিব ইসলাম খান আসেন একটি গ্যাসের চুলা কিনতে। এসময় দোকানী বেশ কয়েকটা চুলা দেখায়। কিন্তু জসিমদের সেগুলো পছন্দ হয়না। এক পর্যায় তারা অন্য দোকানে চলে যেতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মেহেদী ইলেক্টনিক্সের বিক্রেতা। এসময় জসিমকে লাঞ্চিত করা হয়। এমনকি তাকে অন্য ব্যবসায়ীরা একসাথে হয়ে মারপিট ও নানা ধরণের হুমকি দেন। পরে বিষয়টি জানতে পেরে ছাত্ররা একট্টা হয়ে মেহেদী ইলেক্টনিক্সই আসেন। কেন মারা হলো এটা জানতে চাওয়া নিয়ে ববসায়ীরা তাদেরকে লাঞ্চিত করে।

এদিকে, মেহেদী ইলেক্টনিক্স এর মালিক মেহেদী হাসান বলেন, সন্ধায় ওই ছাত্র সাথে আরেকজনকে নিয়ে তাদের দোকানে আসেন গ্যাসের চুলা কিনতে। বেশ কয়েকটি চুলা দেখিয়ে একটি চুলা ১৩শ’ টাকা দামদর ঠিক হয়। তারা রাজিও হন। কিন্তু গ্যাসের চুলার সাথে অন্যান্য সরজ্ঞামও তাদের কাছে অনৈতিকভাবে দাবি করেন ছাত্ররা ।ছাত্রদের বলা হয়, ওইসব সরজ্ঞামের জন্য পাঁচশো টাকা দিতে। কিন্তু তারা রাজিতো হননি। পরে দোকানীকে হুমকি ধামকি দিয়ে চলে যান। রাতে তার দোকানে আকস্মিক হামলা চালায় যবিপ্রবির ছাত্ররা। এতে রুবেল আহত হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কয়েকজন নেতৃবৃন্দ বলেন, যবিপ্রবির ছাত্রদের মারপিটের প্রতিবাদে যবিপ্রবির ছাত্ররা জড় হয়েছে এমন খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরআগেই একদল ছাত্র অপ্রতিকর ঘটনা ঘটায় ।

এসময় তাদের কয়েকজন ঠেকাতে যেয়ে মারপিটের স্বীকার হন বলে অভিযোগ করেন তারা।এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দুইপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে। বিষয়টি মিমাংসা করা হয়েছে।

আরো সংবাদ