যশোর সদর উপজেলার বাহাদুরপুরে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক প্রবাসীকে পিটিয়ে জখম ও মুদি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০ টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ৪ লাখ টাকা চাঁদা না দেয়ার জেরে দুর্বৃত্তরা তার ওপর সশস্ত্র হামলা করে বলে অভিযোগ। আহত আব্দুর রাজ্জাক বাহাদুরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের ভাই বাবুল জানিয়েছেন, তার ভাই আব্দুর রাজ্জাক দীর্ঘ ১৮ বছর ধরে সৌদি আরব ছিলেন। ৬ মাস আগে তিনি দেশে ফিরেছেন। ইতোমধ্যে বাড়ির সাথেই একটি মুদি দোকান করেছেন। বিদেশ থেকে ফিরে আসার কয়েকদিন পর থেকেই স্থানীয় একটি চক্র ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। তার ভাই রাজ্জাক চাঁদা না দেয়ায় চক্রটি ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জের ধরে শুক্রবার সকালে রিপন, বিপ্লব, মানিকসহ আরও কয়েকজন হামলা চালিয়ে রাজ্জাককে বেধড়ক জখম করে। পরে তারা মুদি দোকান ভাঙচুর করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে বিকেলে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান বাবুল।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত রাজ্জাক পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। তাকে সব ধরণের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।