আজ - বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:২৯

খুলনায় গু,লি করে যুবক কে হ,ত্যা চেস্টা।

খুলনার পূর্ব রূপসায় প্রাইভেটকার থামিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ইমরান হোসেন মানিক (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কস্থ মডার্ন সি-ফুডসের কাছে এ ঘটনা ঘটে। আহত মানিককে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ইমরান হোসেন মানিক মডার্ন সি-ফুডসের কাছে একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন। এ সময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা সেখানে আসে। প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা শ্রমিক ইমরান মানিককে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। মানিক দ্রুত পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। এ সময় তার পায়ে গুলি লাগে। এ ঘটনার পর পালানোর চেষ্টাকালে রাসেল নামে এক যুবককে জনতার সহায়তায় পুলিশ আটক করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কি কারণে শ্রমিকের ওপর গুলির ঘটনা তা বিস্তারিত জানাতে পারেনি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

আরো সংবাদ