যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশি ও সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মূল্য ১০ লাখ ৩০ হাজার ৮১০ টাকা।
বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিজিবির সদস্যরা শনিবার যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি চেকপোস্ট ও বিভিন্ন সীমান্তে অভিযান চালায়। সে সময় তারা ভারতীয় গাঁজা, শাড়ি, থ্রিপিচ, চাদর, কম্বল, চা পাতা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ মাদক ও চোরাচালান মালামাল আটক করে যাচ্ছে।