যশোরের শংকরপুর বাসটার্মিনালের এসএস মটরসে চুরি হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। দোকান থেকে ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
বাস টার্মিনালের এসএস মটরসের ব্যবস্থাপক সাহেব আলী মামলায় উল্লেখ করেছেন, অজ্ঞাত চোর চক্র গত ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ২২ ডিসেম্বর সকাল ৯ টার মধ্যে ওই প্রতিষ্ঠানে চুরি করে। এসএস মটরসের সার্টারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করেছে। ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে অপরাধীদের শনাক্ত করা সম্ভব।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩৯ পিস নতুন বিভিন্ন কোম্পানীর টায়ার (সিয়েট, এ্যাপালো, এমআরএফ, উইয়িং পাওয়ার, এ্যাওলাস ইত্যাদি), তার ও সুতোর টায়ার। চুরি হওয়া মালের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।