আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৪৬

রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

রূপদিয়া (যশোর) প্রতিনিধি।। যশোর সদর উপজেলার রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোম ও মঙ্গলবার দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপদিয়া শহীদস্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো: ফয়সাল আজিজ। তিনি মেধা তালিকায় থাকা সেরা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এসময় প্রধাণ অতিথির হাত থেকে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী মরিয়ম সিদ্দিকা মোহনা (প্লে-পঞ্চম) এবং মারিয়াম ইসলাম বিভা (ষষ্ঠ-দশম) পুরষ্কার গ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলেয়া খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাচানুর রহমান শাকিল। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দিবাকর রায় ও শহিদুজ্জামান মিলন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত