আজ - বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:২৩

যশোরে প্রকাশ্যে কু পিয়ে যুবক কে হত্যা চেস্টা।

যশোর শহরের বেজাপাড়া এলাকায় এক দিনমজুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।

রোববার দুপুরে শহরের বেজাপাড়া এলাকার তালতলা কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। আহত শামীম (৩৪) চৌগাছা উপজেলার সলুয়া পশ্চিম পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, শামীম দিন মজুরের কাজ করে। সকালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বেজাপাড়া এলাকায় ইসমাইল, বাপ্পি, পাপ্পু, বাবুসহ কয়েকজনের সাথে তার ঝগড়া হয়। পরে তারা শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

আহত শামীমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টান চিকিৎসক হুমাইরা ডাঃ তানিম জানান, শামীমের মাথা, হাত ও পায়ে একাধিক ধারালো আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত