আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৫৯

যশোর এমএসটিপি স্কুলের ছাত্রী ঐশি নিখোঁজ।

যশোরে ঐশি দাস (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। সে শহরের বেজপাড়া বনানী রোডের মৃত্যুঞ্জয় দাসের মেয়ে।

 

ঐশির কাকা সঞ্জয় দাস জানিয়েছেন, তার ভাইজি গত ১৬ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়। সে ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। কিন্তু ওইদিন সে বাড়িতে না ফেরায় বিকেল ৩টার দিকে তার খোঁজ নেয়া হয়। মোবাইল নম্বরে কল করলে ফোন রিসিভ হয় না। পরে দেখা গেছে মোবাইল ফোনটি বাড়িতে রেখে সে চলে গেছে। ওই মোবাইল থেকে জানাগেছে স্কুলের যাওয়ার আগে সে তিনবার ইমো নম্বরে কল দিয়ে অজ্ঞাত একজনের সাথে কথা বলেছে। তাদের ধারণা অজ্ঞাত ওই ব্যক্তির হেফাজতে আছে ঐশি। তার সন্ধান করে না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত