আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২৫

যশোর ডিবির অভিযানে ডাকাত দলের ৯ সদস্য আটক।

যশোরে ডাকাতি প্রস্তুতি কালে নয়জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি নাম্বার প্লেট বিহীন পিকআপ এবং একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মনিহার মোড়ের একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চোরাই কাজের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকেরা হলেন- মাগুরা জেলার শালিখা ছয়ঘরিয়া গ্রামের একিন মোল্লার ছেলে বিল্লাল মোল্লা, একই গ্রামের আব্দুল হক কাজীর ছেলে কাজী তরিকুল, শালিখার সাংড়া তালকরি গ্রামের মৃত: হাবিবুর রহমানের ছেলে শেখ জসিম উদ্দিন, যশোর জেলার সদর উপজেলা বিরামপরের মৃত খোরশেদ আলসের ছেলে আব্দুস সালাম অরুফে বিষু, একই গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আরিফুজ্জামান, রামনগর মুড়লি খাঁ পাড়ার আব্দুস সাত্তার গাজীর ছেলে আকবর গাজী, চাঁচড়া ভাতুড়িয়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে মহাসিন আলী অরুফে আলম, বেনাপোল পোর্ট থানার বাগমারী গ্রামের শামছুল হকের ছেলে সাহেব আলী ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মৃত: বাদশা গাজীর ছেলে বিল্লাল গাজী।

বুধবার রাত ১০টা ৫১ মিনিটে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে যশোরসহ আশপাশের জেলাগুলোতে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তাদের স্বীকারোক্তিতে শার্শা থানাধীন বেনাপোল পোর্ট মহাসড়ক থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করা হয়। যা তারা মনিরামপুর থেকে চুরি করেছিল। তাদের কাজ কখনো চুরি কখনো ডাকাতি করা।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি পৃথক মামলা করা হয়েছে এবং ইজিবাইক মালিক পৃথক আরেকটি মামলা করেছে।  পুলিশ আরো জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত