যশোরের মণিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মণিরামপুর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তার কথা শুনে ধারণা করেন, তিনি মানসিক রোগী ছিলেন। তার বাড়ি ভারতে হতে পারে বলে ধারণা করলে এলাকাবাসী হচ্ছে।
ইকরামুল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখলে স্থানীয় একটি সামাজিক সংগঠনকে জানাই, ধারণা করছিলাম তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং হিন্দিতে কথা বলছিলেন।
চাঁদপুর বাঁশতলা মোড়ের চা-দোকানি মনিরুজ্জামান বলেন, এক থেকে দেড় মাস আগে এই ব্যক্তি এখানে আসেন। তিনি হিন্দি ভাষায় কথা বলতেন। স্থানীয় লোকজন খাবার দিলে দু-একবার খেয়ে লোকজনের দিকে সেই খাবার ছুঁড়ে মারতেন। প্রথম থেকে তিনি খোলা আকাশের নিচে রাস্তার পাশে শুয়ে-বসে থাকতেন।
তিনি আরও বলেন, বুধবার সকালে স্থানীয়রা মাঠে কাজে যাওয়ার সময় তাকে শুয়ে কাতরাতে দেখেন। এরপর সকালে দোকানে এসে দেখি তিনি মারা গেছেন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানান, মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।