আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:০২

যশোর বেনাপোল সড়কে প্রান গেলো ১ যুবকের।

যশোর-বেনাপোল মহাসড়কের গতখালী মঠবাড়ি এলাকায় কোভার্ড ভ্যান এর সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক সৈয়দ মিথিল(৩৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন,এবং নয়ন (২৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর আড়াই টার সময় ঝিকরগাছার গতখালী এলাকার মঠবাড়ি নামক স্থানের যশোর-বেনাপোল মহাসড়কের উপর কর্ভার ভ্যান ট্রাকের সাথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। এবং মোটরসাইকেলে থাকা তার সঙ্গী আহত নয়নকে যশোর পঙ্গুহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টি শুনে ছুটে আসেন,শার্শা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ ও বেনাপোল হ্যান্ডবিলিং শশ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,পরে
মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঘাতক ট্রাক এর নাম্বার ঢাকা মেট্রো-ট ২৪-৫৭২৮।

নিহতের বাড়ি নড়াইল জেলার মহেশখোলা গ্রামের সৈয়েদ মোরশেদের ছেলে সৈয়দ মোরশেদ মিথিল।

যানাগেছে তিনি নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাতেল এর বড় ভাই। তিনি ঠিকাদারের কাজ করেন, নাভারণে আসার পথে যশোর-বেনাপোল মহাসড়কের উপর কর্ভার ভ্যান ট্রাকের সাথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

এ সড়ক দুর্ঘটনায় স্থানীয় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান বলেন,আমরা জানতে পারি যশোর-বেনাপোল মহাসড় ঝিকরগাছা গদখালীর মঠবাড়ি নামক স্থানে একটি কর্ভার ভ্যান ট্রাকের সাথে সংঘর্ষে সাথে একটি মর্মান্তিক শড়ক দুর্ঘটনা ঘটেছে,এতে ঘটনাস্থলে এক জন মৃত্যু বরণ করেন ও এক জন আহত হন। এবং ঘাতক ট্রাক চলক পালিয়ে যান,পরে কোর্ভাড ভ্যান ও মোটরসাইকেলসহ মৃতদেহ টি থানায় নেওয়া হয়েছে। এবং লাশের স্রোতন রিপোর্ট করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত