আজ - সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪৯

চৌগাছার সেই সরকারী সার ব্যবসায়ীর জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন।

যশোরের চৌগাছায় চাঁদা দাবী ও মারধরের অভিযোগ করায় স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন আতিকুর রহমান লেন্টু নামের এক ভূক্তভোগী। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে জীবনের নিরাপত্তা চেয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান লেন্টু বলেন, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বিএনপি কমিটি গঠনের নির্বাচনে আমার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবী করেন। আমি চাঁদার টাকা দিতে না পারায় নির্বাচনের পর আমার নিকট পঞ্চাশ লাখ টাকা চাঁদা চেয়ে চাপ দিতে থাকে।

তারই জের ধরে চলতি মাসের ১৭ তারিখ তার পৌষ্য সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা চালায়। এসময় আমাকে মারধর, দোকান ভাংচুর করে। আমার দোকানে থাকা নগদ আট লাখ টাকা ও একটি মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়। আমাকে দোকান থেকে বের করে দিয়ে দোকান তালাবদ্ধ করে দেয়।

তিনি বলেন, আমি বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানাই। চৌগাছা থানার ওসি কামাল হোসেন আমাকে উদ্ধার করে ও দোকানের তালা খুলে দেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভূগছি।

আরো সংবাদ