আজ - শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:১৬

যশোরে কলেজছাত্রীকে অপহরনের অভিযোগে মামলা।

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে যশোরে। শহরের শংকরপুর বিহারীপাড়া এলাকার আব্দুল আলিম মোল্যা বাদী হয়ে বুধবার কোতয়ালি থানায় এই মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন – ব্রাম্ম্রণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর থানার ভেলানগর গ্রামের স্বপন মিয়া, গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিপাড়ার ইউসুফ হারুন চৌধুরী, একই এলাকার ইউসুফ হারুনের স্ত্রী ও আলিম মিয়ার মেয়ে শাহিনা বেগম, ব্রাম্ম্রণবাড়িয়া জেলার বাঞ্জারাম থানার ভেলানগর গ্রামের আলিম মিয়ার স্ত্রী পারভীন আক্তার এবং একই এলাকার আম্বর আলীর ছেলে আলিম মিয়া।

মামলার বিবরণে জানা যায়, বাদীর ছেলে ও অপহৃত কলেজছাত্রীর সাথে ফেসবুকে পরিচয় হয়। সেই সূত্র ধরে আসামিরা তার ছেলেকে ফুসলিয়ে অপহরণ করে।

আরো সংবাদ