আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:৫৩

হিজড়া মেয়ে সেজে প্রেম প্রতারনায় মামলা।

যশোরে এক যুবককে অপহরণ, মারপিট ও মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামি আদালতে আত্মসমপর্ণ করেছেন। তারা হলেন, কাঠেরপুল এলাকার জসিম মোল্লার ছেলে লিমন মোল্লা, লোন অফিসপাড়ার নুরন্নবী কালুর ছেলে তুহিন হোসেন ও একই এলাকার জামালের ছেলে মুন্না হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলমের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় অনিকের। এ সময় অনিক নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দেন। একপর্যায় জাহাঙ্গীরের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলেন অনিক। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টার দিকে যশোর শহরের লোন অফিসপাড়া আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে প্রেমিকার সাথে দেখা করতে আসেন জাহাঙ্গীর। এসে দেখেন অনিক হিজড়া। জাহাঙ্গীর সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে হিজড়া অনিকের নেতৃত্বে তার সহযোগীরা জাহাঙ্গীরকে অপহরণ করে সিঅ্যান্ডবি স্টাফ কোয়ার্টারের ভেতর অপহরণ করে নিয়ে যায়। তারা সেখানে তাকে আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে জাহাঙ্গীরের কাছে থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে এসে থানায় আশ্রয় নেন জাহাঙ্গীর। এ ঘটনায় মামলা হয়। ওই মামলার পলাতক আসামি ছিলেন আত্মসমর্পণকারী তিনজন। রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ